গরমে পুড়ছে দক্ষিণবঙ্গের জেলাগুলি। বৃষ্টি হলে একটু স্বস্তি। বৃষ্টি হলে তিন থেকে পাঁচ ডিগ্রি কমতে পারে গরম। রবিবার রাজ্যের একাধিক জেলায় হালকা এবং মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস। পূর্ব বর্ধমান এবং নদিয়ায় বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনা। সোমবার কলকাতা, হাওড়া, উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা-সহ রাজ্যের সব জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস। এর মধ্যে ৬ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং কালবৈশাখির পূর্বাভাস। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, হুগলি এবং ঝাড়গ্রামে ঝড়বৃষ্টির পূর্বাভাস। উত্তরবঙ্গেও বৃষ্টির পূর্বাভাস। দার্জিলিং এবং উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা। ফলে রবিবার থেকেই রাজ্যে হাওয়া বদলের সম্ভাবনা।মঙ্গল এবং বুধবারেও দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইতে পারে। মঙ্গলবারে উত্তরবঙ্গের সব জেলাতেই ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা জড়ো বাতাসের সঙ্গে বজ্রবিদ্যুৎহ বৃষ্টির সম্ভাবনা।
রবিবার থেকে কলকাতা-সহ জেলায় বৃষ্টিরবিবার থেকে রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা
