শিক্ষকের গায়ে হাত! উচ্চ মাধ্যমিকে শোরগোল মালদায়। যাদবপুরের অনুপ্রেরণা?

Spread the love

শিক্ষকের গায়ে হাত! উচ্চ মাধ্যমিকে শোরগোল মালদায়। যাদবপুরের অনুপ্রেরণা?

শিক্ষকের গায়ে হাত! উচ্চ মাধ্যমিকে শোরগোল মালদায়। পরীক্ষার্থীদের তল্লাশির ঘটনায় ধুন্ধুমার। শিক্ষক-শিক্ষিকার উপর হামলার অভিযোগ পরীক্ষার্থীদের বিরুদ্ধে। আক্রান্ত অন্তত ৬ শিক্ষক শিক্ষিকা। মালদহের বৈষ্ণবনগরের চামাগ্রাম হাইস্কুলে চাঞ্চল্য। আহত শিক্ষক-শিক্ষিকাদের চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে গ্রামীণ হাসপাতালে। ঘটনায় ব্যাপক উত্তেজনা স্কুলে পুলিশি পাহারায় শুরু উচ্চমাধ্যমিক পরীক্ষা।
সূত্রের খবর, চামাগ্রাম হাইস্কুলে ৩টি স্কুলের পড়ুয়াদের পরীক্ষার সিট পড়েছে। ক্যান্দিটোলা হাইমাদ্রাসা, চরসুজাপুর হাইস্কুল এবং পারলালপুর হাইস্কুলের চারশো-রও বেশি পরীক্ষার্থীর পরীক্ষার ব্যবস্থা করা হয়। এদিন পরীক্ষা শুরুর আগে পরীক্ষার্থীদের তল্লাশি শুরু হয় নিয়ম মেনে। যেন কারও কাছে ডিজিট্যাল ডিভাইজ না থাকে। স্কুলে ঢোকার মুখে তল্লাশির সময় বিবাদের সূত্রপাত। এরপরেই একদল পরীক্ষার্থী স্কুলের টিচার্স রুমে ঢুকে হামলা চালায় বলে অভিযোগ। মারধর, শারীরিক হেনস্থা করা হয় বেশকিছু শিক্ষক-শিক্ষিকাকে। এতে আহত হন বেশ কয়েকজন শিক্ষক শিক্ষিকা।
অনেকেই বলছেন, যাদবপুরে শিক্ষামন্ত্রীকে হেনস্থা করার ছবি যেন প্রভাব ফেলছে পড়ুয়াদের উপর। শিক্ষক, শিক্ষিকা, অধ্যাপিকাদের মানছে না পড়ুয়ারা। গায়ে হাত তোলার স্পর্ধা হচ্ছে। সাফাই দেওয়া হচ্ছে রাজনীতির। এতে কোথায় গিয়ে ঠেকছে পড়ুয়া শিক্ষকের গুরু-শিষ্যর সম্পর্ক? চিন্তা বাড়াচ্ছে ভবিষ্যৎ


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *