রং খেলা উৎসবে পথ দুর্ঘটনা। ধূপগুড়ির বিভিন্ন এলাকায় পথ দুর্ঘটনায় আহত ৩ পুলিশ কর্মী সহ ২০ জন।

Spread the love

রং খেলায় মদের আসর। সেখানে মৃত ১। মৃতের নাম পরান সরকার (৫০), ধূপগুড়ি পশ্চিম শালবাড়ি বাইশচালা গ্রামের বাসিন্দা।

শনিবার সকাল থেকেই জেলার সাথে ধূপগুড়ির সকলে রঙের উৎসবে মেতে ওঠেন। এক কথায় অঘোষিত বন্ধের চেহারা নেয় শহরের বাজার হাট। রং খেলার সময় যত বাড়তে থাকে, ততই রাস্তায় মদ্যপ বেপরোয়া বাইক চালকদের দাপাদাপি বাড়ে। এতেই দুর্ঘটনা। ৬ জনের অবস্থা আশঙ্কাজনক। স্থানান্তরিত করা হয়েছে জলপাইগুড়ি জেলা হাসপাতাল।

রং খেলাকে কেন্দ্র করে সকাল থেকেই পুলিশি পাহারা ছিল শহর জুড়ে তবে দুপুরের পর বারে মদ্য বেপরোয়া বাইক চালকদের দাপট। দুর্ঘটনায় আহত হন পথচারী থেকে সাইকেল আরোহী টোটো চালক অনেকেই।

অন্যদিকে, ধূপগুড়ির শালবাড়ি এলাকায় ডিউটি করতে গিয়ে মদ্যপ বাইক চালকের ধাক্কায় আহত হন ধূপগুড়ি থানার আইসি সহ ৩ জন পুলিশ কর্মী। ধূপগুড়ি থানার আইসি অনিন্দ্য ভট্টাচার্য সামান্য আহত হন। তবে তার সঙ্গে থাকা আরেক পুলিশ কর্মী গৌরাঙ্গ রায়ের পায়ে আঘাত লাগে ।

এদিকে ধূপগুড়ি পশ্চিম শালবাড়ি বাইশচালা গ্রামে রং খেলা উৎসব উপলক্ষ্যে বন্ধুদের সঙ্গে মদের আসরে বসেছিলেন পরান সরকার বলে পুলিশ সূত্রে খবর। এক পেগ সুরা পান করার পরেই অসুস্থ হয়ে পড়েন তিনি । তড়িঘড়ি তাকে ধূপগুড়ি মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়। চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *