হুমায়ুন কবীরের বাবরি মসজিদ নির্মাণ মন্তব্যে হাই কোর্টে মামলা

Spread the love

তৃণমূল সাংসদ হুমায়ুন কবীরের বাবরি মসজিদ পুনর্নির্মাণ সংক্রান্ত মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র বিতর্ক। তাঁর বক্তব্যকে অসাংবিধানিক এবং আদালতের রায় অমান্য করার প্রচেষ্টা বলে দাবি করে কলকাতা হাই কোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়েছে।

মামলাকারীর অভিযোগ, অযোধ্যা জমি বিতর্কে সুপ্রিম কোর্টের রায় চূড়ান্ত। সেই অবস্থায় কোনও জনপ্রতিনিধি আদালতের রায়ের বিরুদ্ধে গিয়ে এই ধরনের নির্মাণের কথা বলতে পারেন না। এতে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে বলেও দাবি তাঁদের।

আবেদনকারীর যুক্তি, সাংসদের মন্তব্যে ধর্মীয় উত্তেজনা ছড়ানোর সম্ভাবনা রয়েছে। তাই আদালত যেন দ্রুত হস্তক্ষেপ করে এবং ভবিষ্যতে এমন মন্তব্য এড়াতে নির্দেশ দেয়।

হুমায়ুন কবীরের ঘনিষ্ঠমহল অবশ্য বলছে, তাঁর মন্তব্যকে অন্যভাবে ব্যাখ্যা করা হচ্ছে। তিনি শান্তি ও সম্প্রীতির প্রসঙ্গই তুলেছিলেন। তবে বিষয়টি নিয়ে এখন সবার নজর আদালতের পরবর্তী নির্দেশে।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *