এই খবরের সত্যতা যাচাই করেনি INDINEWS24
শ্রী মদ্য পান করা মানেই তার স্বামীর জন্য নিষ্ঠুরতা নয়। কলকাতার বাসিন্দা এক তরুণীর বিরুদ্ধে স্বামীকে না বলে বন্ধুদের সঙ্গে ঘুরতে যাওয়া এবং মদ্যপান করার অভিযোগ তোলেন লখনৌয়ের বাসিন্দা। তারা পরিচয় স্বামী-স্ত্রী। একটি ম্যারাইটাল অ্যাপে পরিচয়ের পর তাদের বিয়ে হয়। যদি খুব বেশি দিন সংসার করা হয়নি। সন্তানকে নিয়ে কলকাতায় থাকেন মহিলা। আর স্বামী লখনৌয়ে। এলাহাবাদ হাইকোর্টের দ্বারস্থ হন ওই ব্যক্তি। মূলত স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ সেই আদালতের দ্বারস্থ হন তিনি। মামলাকারীর কথায়, স্বামীকে না জানিয়ে বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে মদ্যপান করেন স্ত্রী। এর প্রেক্ষিতে আদালতের পর্যবেক্ষণ, শ্রী মদ্যপান করে অসামাজিক কোনো কাজ না করলে তা স্বামীর প্রতি নিষ্ঠুরতা নয়। অর্থাৎ স্ত্রী মদ্যপান করা মানেই যে স্বামীর প্রতি নিষ্ঠুরতা, এ কথা ভাবা ভুল। এমনকি মহিলা মদ্যপান করার জন্য সন্তান প্রসবের কোন সমস্যা হয়েছে তাও জানা যায়নি। এমনকি মহিলার কাছে পুরুষ বন্ধুদের একাধিক ফোন আসতো বলেও কোনো প্রমাণ মেলেনি। এরপেক্ষিতে বিবাহ বিচ্ছেদের আবেদন মঞ্জুর করেছে আদালত