পূর্ব ভারতে সেরার সেরা বাংলা। দেশে সেরার সেরা হল কলকাতার দুই হাসপাতাল। এক কলকাতা মেডিক্যাল। আর দুই, এস এস কে এম হাসপাতাল। সম্প্রতি ভারত ব্যাপী চিকিৎসা গবেষণা কেন্দ্রের তালিকা প্রকাশ করেছে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ। আই সি এম আর -এর তালিকা অনুযায়ী, পূর্ব ভারতের চিকিৎসা গবেষণা কেন্দ্র হিসেবে প্রথম স্থানে কলকাতা মেডিকেল কলেজ। আর চিকিৎসা গবেষণায় দ্বিতীয় স্থানে এসএসকেএম হাসপাতাল।

লন্ডনে রয়েছেন মুখ্যমন্ত্রী। কিন্তু তিনি তো রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীও। তাই এই সি এম আরের এই রিপোর্ট নিয়ে এক্স পোস্ট করেছেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় লিখছেন, “আমি খুব খুশি। প্রত্যেককে শুভেচ্ছা। আমি বিশ্বাস করি বাংলার স্বাস্থ্য পরিকাঠামো দেশের সেরা হাসপাতাল গুলির মধ্যে রয়েছে। জাগোটা দেশের মডেল। জয় বাংলা”
এতেই শেষ নয়। মুখ্যমন্ত্রী জানান, “বাংলার জন্য আরও একটি গর্বের মুহূর্ত। ১০০ দিনের যক্ষ্মা মুক্ত অভিযান চালিয়েছে ভারত সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক। এতেই সুখ্যাতি পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থার। স্বাস্থ্য সেবায় নিরলস প্রচেষ্টারই ফল এটি।” প্রত্যেক স্বাস্থ্য কর্মীদের কৃতজ্ঞতা জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।