রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আগামী সপ্তাহে চার দিনের জন্য পর্তুগাল স্লোভাকিয়া সফরে যাচ্ছেন।
প্রায় তিন দশক পরে ভারতের কোন রাষ্ট্রপতি এই সফরে যাচ্ছেন। ২৭ বছর পরে চার দিনের কর্মসূচিতে দুদিন অর্থাৎ ৭ ও ৮ এপ্রিল কাটাবেন তিনি পর্তুগালে বাকি পরবর্তী দুদিন কাটাবেন স্লোভাকিয়ায়। ইউরোপের সঙ্গে ভারতের সম্পর্ক আরও দৃঢ় হবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।
ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরুসুলা ভনডার লিয়েন গত সপ্তাহে ভারত সফরে এসেছিলেন। এরপরেই আগামী সপ্তাহে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর নিজের সফর নিশ্চিত হয়।
বিদেশ মন্ত্রকের অন্যতম সচিব তন্ময় লাল জানিয়েছেন, এই সফর ভারত ইউরোপের ল্যান্ডমার্ক হতে চলেছে। সূত্র মারফৎ শোনা যাচ্ছে, ভারত এবং ইউরোপীয় ইউনিয়নের মধ্যে মুক্ত বাণিজ্য নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হতে চলেছে।