কিছুদিন আগেই ইসলামপুর কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে একাধিক অভিযোগ ওঠে। অনাস্থা নিয়ে আসে ইসলামপুর কলেজের টিচার কাউন্সিল। এই অনাস্থাকে সমর্থন করেন কলেজের বেশিরভাগ শিক্ষক। এরপরই মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত ইসলামপুর কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের ঘরে টানা প্রায় আট ঘণ্টা অবস্থান-বিক্ষোভে বসেন শিক্ষকেরা। এরপরই ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে শিক্ষকদের অবস্থান বিক্ষোভ চলাকালীন বিক্ষোভ দেখান পড়ুয়ারও। শেষমেষ কলেজের গভর্নিং বডির সভাপতির কাছে আবেদন জানিয়ে সন্ধ্যার পর ব্যক্তিগত কারণ দেখিয়ে অধ্যক্ষের পদ থেকে ইস্তফা দেন ইসলামপুর কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডক্টর উজায়ের আহমেদ। যদিও এ বিষয়ে সংবাদ মাধ্যমের সামনে কোনও মন্তব্য করেননি কলেজে ভারপ্রাপ্ত অধ্যক্ষ এবং গভর্নিং বডি। কার্যত মুখে কুলুপ এঁটেই পদত্যাগ।
ইসলামপুর কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের পদত্যাগ
