কলকাতার রাজপথে চাকরি হারারা আগামী বৃহস্পতি ও শুক্রবার মহা মিছিলের ডাক দিয়েছে। তারা শিয়ালদহ থেকে রানী রাসমণি এভিনিউ পর্যন্ত মিছিল করবে বৃহস্পতিবার এবং সল্টলেকের এসএসসি ভবন অভিযান করবে শুক্রবার।
বুধবার সন্ধ্যায় চাকরি-হারা প্রার্থীরা সাংবাদিক সম্মেলন করেন। এবং সেখানেই নিশ্চিত হয় বৃহস্পতি এবং শুক্রবার তাদের এই মহা মিছিলের কথা। বেলা ১২টা নাগাদ বৃহস্পতিবার শিয়ালদহ স্টেশনে তারা জমায়েত করবেন। এরপর নির্দিষ্ট স্থানে তারা এগিয়ে যাবেন। তারা সমাজের সকল স্তরের মানুষকে তাদের সঙ্গে ডিলেট হাঁটার আহ্বান জানিয়েছেন। সাংবাদিক সম্মেলনে তারা জানিয়েছেন, কোন রাজনৈতিক নেতৃত্ব তাদের সঙ্গে যোগ দিক এটা একেবারেই তাদের কাছে কাম্য নয়।
সুপ্রিম রায়ে গত ৩রা এপ্রিল চাকরি হারা হন প্রায় ২৬ হাজার শিক্ষক ও অশিক্ষক কর্মী। গত ৭ এপ্রিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাকরি হারাদের পাশে থাকার বার্তা দিয়েছেন। মুখ্যমন্ত্রী স্বেচ্ছাশ্রম দেওয়ার কথা বলেছেন চাকরিহারা শিক্ষক ও অশিক্ষক কর্মীদের এবং এর পরিপ্রেক্ষিতেই তারা ডিআই অফিস অভিযানের সিদ্ধান্ত নেন। পরিস্থিতির সামাল দিতে লাঠিচার্জ করা হয়। যা স্বীকার করেছেন নগর পাল। কলকাতা পুলিশের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করা হয়।