বুধবার বিধায়ক হিসেবে শপথ নিতে চলেছেন কালীগঞ্জের নবনির্বাচিত জনপ্রতিনিধি আলিফা আহমেদ। তবে শপথ নেওয়ার আগেই মঙ্গলবার বিধানসভায় এসে একটি বার্তা দিয়ে গেলেন তিনি। জানিয়েছেন, “বিধায়ক হিসেবে শপথ নেওয়ার পরই আমি কালীগঞ্জে নিহত তামান্নার পরিবারের সঙ্গে দেখা করতে যাব। এই ঘটনায় আমি মর্মাহত। তীব্র নিন্দা জানাচ্ছি।”
সেই সঙ্গে আলিফা আহমেদ স্পষ্ট জানান, এই ঘটনার সঙ্গে যারা জড়িত, তাদের বিরুদ্ধে যাতে কঠোরতম শাস্তির ব্যবস্থা হয়, তা তিনি নিশ্চিত করবেন। কালীগঞ্জে তরুণীর মর্মান্তিক মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই উত্তপ্ত রাজনৈতিক মহল। এই অবস্থায় নবনির্বাচিত বিধায়কের এই ঘোষণাকে গুরুত্বপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।