রেল স্টেশনের কাছে ভবন ভেঙে চাপা একাধিক

Spread the love


শুক্রবার উত্তর প্রদেশের কনৌজ রেলওয়ে স্টেশনে একটি নির্মীয়মাণ ভবন ধসে কয়েক ডজন শ্রমিক ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েন। স্টেশনে সৌন্দর্যবর্ধন প্রকল্পের অংশ হিসেবে একটি দ্বিতল ভবনের কাজ চলাকালে এ ঘটনা ঘটে।
দুর্ঘটনার সময় প্রায় ৩৫ জন শ্রমিক ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। রেল, পুলিশ ও প্রশাসনিক কর্মকর্তাদের নেতৃত্বে উদ্ধার অভিযানে এখন পর্যন্ত ২৩ জন শ্রমিককে ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয়েছে।
জেলা ম্যাজিস্ট্রেট শুভ্রন্ত কুমার শুক্লা বলেন, প্রাথমিক তথ্য অনুযায়ী, নির্মাণাধীন ছাদের শাটার ধসে এ ঘটনা ঘটে।
তিনি বলেন, ‘আমাদের প্রথম অগ্রাধিকার হচ্ছে আটকে পড়া শ্রমিকদের উদ্ধার করা। আমরা উদ্ধার তৎপরতার জন্য আমাদের হাতে থাকা সমস্ত সম্পদ ব্যবহার করছি।’
রাজ্য সরকার গুরুতর আহতদের ৫০ হাজার টাকা এবং সামান্য আহতদের ৫ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছে। যুদ্ধকালীন তৎপরতায় ত্রাণ ও উদ্ধারকাজ চলছে বলে জানিয়েছে উত্তর-পূর্ব রেলওয়ে। উদ্ধারকাজে সহায়তার জন্য লখনউ থেকে রাজ্য বিপর্যয় ত্রাণ বাহিনীকে (এসডিআরএফ) ডাকা হয়েছে।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *