দুই বছর পেরিয়ে গেলেও মণিপুরে চলা হিংসা থামেনি। সেই ইস্যুতে এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কড়া ভাষায় আক্রমণ করলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে।
শনিবার কর্নাটকের মাইসুরুতে এক সরকারি অনুষ্ঠানে তিনি বলেন, “গত দু’বছর ধরে মণিপুরে জাতিগত সংঘর্ষ চলছে। কিন্তু প্রধানমন্ত্রী একবারও সেখানে যাননি। অথচ এই সময়ের মধ্যে তিনি ৪২টি দেশ ঘুরে ফেলেছেন।”
খাড়গের দাবি, বিজেপি ও আরএসএস মিলে দেশের সংবিধান বদলানোর চক্রান্ত করছে। তিনি বলেন, “সংবিধানকে নাকি নতুন করে লেখার দাবি উঠছে। যদি ওরা তা করতে পারে, তাহলে সাধারণ মানুষের অধিকার কেড়ে নেওয়া হবে।”
প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে খাড়গে আরও বলেন, “আপনি এই সংবিধানের কারণেই প্রধানমন্ত্রী হয়েছেন। অথচ আজ সেই সংবিধানকেই ধ্বংস করছেন।”
এদিন রবার্ট ভঢরার বিরুদ্ধে ইডির চার্জশিট নিয়েও কেন্দ্রকে নিশানা করেন খাড়গে। তাঁর অভিযোগ, “কংগ্রেস নেতাদের বদনাম করতেই এই পদক্ষেপ। বিজেপি বরাবরই আমাদের দলকে টার্গেট করে এসেছে।”