হিন্দি সিনেমার ‘ট্র্যাজিক ক্যুইন’—মীনা কুমারীর জীবনী এবার বড় পর্দায়। আর সেই চরিত্রে কাস্ট হতে চলেছেন বলিউড অভিনেত্রী কিয়ারা আদবানি। যদিও এখনো ছবির নাম বা রিলিজ ডেট ঘোষণা হয়নি, তবে সূত্রের খবর—চিত্রনাট্য ও চরিত্র নির্মাণ প্রায় চূড়ান্ত।
এই খবর সামনে আসতেই বলিউডে নতুন গুঞ্জন—কে হবেন কমল আমরোহী? অর্থাৎ মীনা কুমারীর স্বামী এবং কিংবদন্তি পরিচালক, যাঁর সঙ্গে এই অভিনেত্রীর জটিল সম্পর্ক ছিল, সেই চরিত্রে কাকে বেছে নেবেন নির্মাতারা?
জানা যাচ্ছে, এই চরিত্রের জন্য নির্মাতারা খুঁজছেন এমন একজন শক্তিশালী অভিনেতাকে, যিনি কমল আমরোহীর মত আবেগপ্রবণ, কঠোর এবং প্রতিভাবান ব্যক্তিত্বকে পর্দায় জীবন্ত করে তুলতে পারবেন। বলিউডে এখন কান পাতলে শোনা যাচ্ছে অজয় দেবগণ, জাইদীপ আহলাওয়াতের মতো নাম।
ছবির পরিচালনায় রয়েছেন কৃতী মহেশ, যিনি ইতিমধ্যেই বায়োপিক ঘরানায় নিজের ছাপ রেখেছেন। প্রযোজনা করছে এক নামী প্রোডাকশন হাউস, এবং ছবির কাজ শুরু হতে পারে চলতি বছরের শেষে।
মীনা কুমারী ও কমল আমরোহীর সম্পর্ক এক সময় ইন্ডাস্ট্রির আলোচিত বিষয়ের মধ্যে ছিল। সেই প্রেম, সেই বিষাদ, সেই জটিলতা—সবটাই এবার উঠে আসবে পর্দায়।
এই চরিত্রে কিয়ারা আদবানিকে নেওয়া নিয়ে ইতিমধ্যেই নেটদুনিয়ায় মিশ্র প্রতিক্রিয়া। তবে নির্মাতারা বলছেন, এটাই হতে চলেছে কিয়ার ক্যারিয়ারের সবচেয়ে চ্যালেঞ্জিং প্রোজেক্ট।