পায়ে চোট পেয়ে অস্ত্রোপচার করাতে হয়েছে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষকে। এখন তিনি সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি। বুধবার রাত ৯টা নাগাদ তাঁকে দেখতে পৌঁছন রাজ্যপাল সিভি আনন্দ বোস। কিছুক্ষণ কথা বলে কুণালের দ্রুত সুস্থতা কামনা করেন তিনি। এর আগে বিকেলে হাসপাতালে যান তৃণমূল নেতৃত্বের দুই গুরুত্বপূর্ণ মুখ—ফিরহাদ হাকিম এবং শশী পাঁজা।
ঘটনাটি ঘটে সোমবার দুপুরে। উত্তর কলকাতার গড়পার রোডের বাড়িতে স্নানঘরে ঢুকতেই হঠাৎ পিছলে পড়ে যান কুণাল। পড়ে যাওয়ার পর পায়ে তীব্র ব্যথা অনুভব করলে পরিবারের সদস্যরা তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে যান। সেখানে স্ক্যান করার পর জানা যায়, মাথায় গুরুতর কোনও চোট নেই, তবে পায়ের চোটের জন্য অস্ত্রোপচার দরকার।
হাসপাতালের বেডে শুয়েই দলীয় কর্মসূচিতে দায়িত্ব পালন থেকে পিছিয়ে যাননি কুণাল। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাংগঠনিক ভার্চুয়াল বৈঠকেও তিনি যোগ দেন। মঙ্গলবার ডাঃ সুদীপ্ত বন্দ্যোপাধ্যায়ের তত্ত্বাবধানে তাঁর অপারেশন হয়।
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, কুণালের অবস্থা এখন স্থিতিশীল। চিকিৎসকরা আশাবাদী, কয়েক দিনের মধ্যেই তিনি সেরে উঠবেন।


