গুজরাটের কচ্ছ থেকে উঠে এলো অবাক করা এক ঘটনা। ৭০ বছরের এক বৃদ্ধা প্রথমবার মা হলেন আইভিএফ প্রযুক্তির মাধ্যমে। দীর্ঘ বছর ধরে সন্তান না হওয়ার কষ্ট বয়ে বেড়াচ্ছিলেন তিনি এবং তাঁর স্বামী। শেষমেশ আধুনিক চিকিৎসার সাহায্যে তাঁদের জীবনে এল সুখবর।
ডাক্তারেরা জানিয়েছেন, এটি অত্যন্ত বিরল ঘটনা এবং পুরো সময় বিশেষ নজরে রেখে চিকিৎসা করা হয়েছে। মা এবং নবজাতক দু’জনেই এখন সুস্থ আছেন বলে জানা গেছে।
এই ঘটনাকে অনেকেই ‘অলৌকিক’ বলে মন্তব্য করেছেন, আবার কেউ কেউ বয়স নিয়ে প্রশ্ন তুলেছেন। তবে ওই মহিলা জানিয়েছেন, মা হওয়ার স্বপ্ন তিনি কখনও ছাড়েননি, আর আজ জীবনে সেই স্বপ্ন পূরণ হয়েছে।
সমাজে এই ঘটনা নতুন করে আশা, বিতর্ক এবং আলোচনার জন্ম দিয়েছে—যেখানে বয়স নয়, ইচ্ছাশক্তি এবং প্রযুক্তিই শেষ কথা।
Post Views: 16


