কলকাতা: একে একে পাহাড়ের দিকে পা বাড়াচ্ছে তৃণমূল কংগ্রেস। ২০১১ সালের পর ঐতিহাসিক জয়। মাদারিহাট বিধানসভা বিজেপির থেকে ছিনিয়ে নিলো তৃণমূল কংগ্রেস। বিপুল ভোটে জয়ী তৃণমূল প্রার্থী জয়প্রকাশ টোপ্পো।
২০১১ সালে আরএসপিকে তাড়িয়ে মাদারিহাট বিধানসভায় ঢোকে ভারতীয় জনতা পার্টি। ২০১৬ এবং ২০২১ সালে জয়ী হন বিজেপির মনোজ টিগ্গা। পরবর্তীতে তিনি লোকসভায় জেতেন। এরপর বিধানসভার ফাঁকা আসনে ভোট হতেই বিরাট পতন। পাহাড়ি মাদারিহাটে ধসে গেল বিজেপি। ২০২৬ বিধানসভা নির্বাচনের আগে জন বার্লাই কি ফ্যাক্টর হলেন? আসন্ন বিধানসভায় কি পাহাড়ে গজিয়ে উঠতে চলেছে ঘাসফুল? নজর থাকবে সেই দিকে