মুর্শিদাবাদের পর মালদা। বুধে মুর্শিদাবাদ। বৃহস্পতিতে মালদা। মালদায় বোমা ফেটে জখম শিশু। বল ভেবে খেলতে গিয়ে বিপত্তি। পরিত্যক্ত বাড়িতে খেলার সময় প্লাস্টিক বল তুলে খেলতে যায় কয়েকজন। স্থানীয়দের দাবি, সেইসময় বল পড়ে গিয়ে জোড়ালো শব্দে বিস্ফোরণ হয়। গুরুতর জখম হয় শিশু আলফাজ শেখ। আশঙ্কাজনক অবস্থায় তাকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনায় অচৈতন্য হয়ে পড়ে আরও এক শিশু। পরে প্রাথমিক চিকিৎসায় সুস্থ হয় সে। কালিয়াচক থানার বীরনগর -২ গ্রাম পঞ্চায়েতের চরবাবুপুর দিনুটোলা এলাকার ঘটনা। খবর পেয়ে এলাকায় পৌঁছয় কালিয়াচক থানার পুলিশ। ঘটনাস্থল কর্ডন করে রাখা হয়েছে। ঘটনাস্থলে যাচ্ছে বম্ব ডিসপোজাল স্কোয়াড। ওই পরিত্যক্ত বাড়িতে আরও কোনও বোমা লুকনো আছে কি না তা খতিয়ে দেখবে বম্ব স্কোয়াড। বিস্ফোরণের শব্দ শোনার পর দেখা যায়, কয়েকজন মাটিতে পড়ে রয়েছে। এরমধ্যে একজনের শরীর রক্তাক্ত। তাকে উদ্ধার করে প্রথমে সিলামপুর হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে চিকিৎসার জন্য পাঠানো হয় মালদা মেডিকেল কলেজে। ঘটনায় আতঙ্ক ছড়ায় এলাকায়। আশপাশের লোকজন ঘটনাস্থলে ভিড় করেন। এলাকায় আরও কোনও বোমা মজুত রয়েছে কীনা তা নিশ্চিত হতে চাইছে পুলিশ। এর নেপথ্যে কে তা জানতে তদন্তের দাবি স্থানীয়দের।
মুর্শিদাবাদের পর মালদা?
