মালদহ শহরের বহুতল বাড়িতে আগুন। ইংরেজবাজার শহরের ২৫ নম্বর ওয়ার্ডের ঘোড়াপীর এলাকায় আগুন। বাড়ির ৩ তলায় সন্ধ্যা নাগাদ আচমকা আগুন দেখতে পান স্থানীয়রা। খবর দেওয়া হয় দমকলে। এলাকায় পৌছয় দমকলের ২ টি ইঞ্জিন। আশপাশের বাড়ির ছাদ থেকে জল স্প্রে করে আগুন নিয়ন্ত্রণে আনে দমকল। এক ঘণ্টারও বেশি সময় চেষ্টায় আগুন নেভানো সম্ভব হয়। সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। পেশায় হাইস্কুল শিক্ষিকার বাড়িতে কিভাবে আগুনের ঘটনা তা বুঝে উঠতে পারছেন না বলে দাবি পরিবারের সদস্যদের। তবে আগুনের সময় জোরালো শব্দ হয় বলে জানিয়েছেন পরিবারের সদস্য থেকে প্রতিবেশীরা। কী কারণে আগুন তাজানা যায়নি।খতিয়ে দেখছে পুলিশ ও দমকল।
বাড়িতে আগুন!
