হঠাৎই শোরগোল পড়ে যায় মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে। আজমকাই সেখানে সিবিআই হানা। গ্রেপ্তার করা হয় ওয়ার্ড মাস্টার তথা ফ্যাসিলিটি ম্যানেজার অভিজিৎ দাসকে। আর্থিক প্রতারণা হামলায় গ্রেপ্তার হয়েছেন তিনি।
গত তিন বছর আলিপুরদুয়ার মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত ছিলেন অভিজিৎ দাস। মাস চারেক আগে এখান থেকে বদলি হয়ে মালদহ হাসপাতালে গিয়েছিলেন।
একটি পুরনো আর্থিক দুর্নীতি মামলায় জামিনে থাকলেও আদালতে হাজিরা দেননি তিনি। একাধিকবার আদালতের পক্ষ থেকে সমন দেওয়া হলেও গরহাজির ছিলেন তিনি। অবশেষে আলিপুর আদালত তার গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। তা কার্যকর করতেই মঙ্গলবার মালদহ মেডিকেল কলেজে হানা দেয় সিবিআই।
মালদহ মেডিকেল কলেজের কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে অভিযুক্তের ঘর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ট্রানজিট রিমান্ডে ধৃত অভিজিৎ কে আনা হচ্ছে কলকাতায়।