সোমবার বিকেল সোয়া পাঁচটা নাগাদ ফুরফুরা শরীফ পৌঁছান মমতা বন্দ্যোপাধ্যায়। তার সঙ্গে সাক্ষাতের জন্য উপস্থিত ছিলেন ফুরফুরা শরীফের পীরজাদারা। সেখান থেকেই বিরোধীদের কুৎসার জবাব দিলেন মুখ্যমন্ত্রী।
কিছুদিন আগেই ধর্ম নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন বিরোধীরা। এবার তাদের যোগ্য জবাব দিয়ে সম্প্রীতি ও ঐক্যের বার্তা ছড়িয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী।
মুখ্যমন্ত্রী সম্প্রীতির বার্তা দিয়ে জানিয়েছেন যে , তিনি সব ধর্মের মানুষের উৎসবের যান, শুভেচ্ছা জানান। এ বিষয়ে কোনো প্রশ্ন তোলা অপ্রাসঙ্গিক বলেই মনে করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
প্রায় এক দশক পর ফুরফুরায় ইফতার করতে এলেন মুখ্যমন্ত্রী।সরকারি ইফতারে অংশ নিয়ে উপস্থিত পীরজাদা দের সঙ্গে আলাপ আলোচনা সারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঞ্চ থেকে তিনি বার্তা দিয়েছেন, ” আমি দোলহলিতেও শুভেচ্ছা জানিয়েছি। দুর্গা পুজোয় যাই। রমজানে ও শুভেচ্ছা জানাচ্ছি।”
বিরোধীদের নিশানা করে মুখ্যমন্ত্রী জবাব দেন, “কাশী বিশ্বনাথ গেলে তো প্রশ্ন তোলেন না! দুর্গাপূজায় গেলে তো প্রশ্ন তোলেন না! বাংলার মাটি সম্প্রীতির মাটি, সম্প্রীতি ঐক্যই আমাদের বার্তা।”