শ্বশুর বাড়ি সুরক্ষিত নয়? শ্বশুর বাড়িতে গিয়ে হামলার মুখে জামাই। দুষ্কৃতীদের হামলায় জখম হলেন যুবক। দোকানে যাওয়ার পথে হামলা বলে অভিযোগ।
আহত যুবক আরিফ খাঁ। তাঁর বাড়ি পশ্চিম মেদিনীপুরে বাড়সাহাপুরে। আরিফ এগরার কসবাগোলা শ্বশুর বাড়িতে এসেছিলেন।মঙ্গলবার সন্ধ্যায় শশুরবাড়ি থেকে বেরিয়ে শীপুরচাটলাতে পানের দোকানে গিয়েছিলেন। অভিযোগ, সেই সময় জনা পাঁচেক দুষ্কৃতী লোহার রড ও কাটারি নিয়ে আরিফের উপর হামলা চালায়। তাঁর মোবাইল ফোন ও টাকা ছিনতাই করে পালিয়ে যায়। এলাকার মানুষ আহত আরিফকে উদ্ধার করে এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করেছে। যদিও ঘটনায় এখনো পর্যন্ত থানায় কোন অভিযোগ হয়নি বলে পুলিশ জানিয়েছে।
কিন্তু কী কারণে এই হামলা? মোবাইল টাকা লুঠের ছকে? নাকি পুরনো শত্রুতা যুবককে তাড়া করেছিল শ্বশুর বাড়ি পর্যন্ত? অভিযোগ দায়ের হলে হয়তো তদন্ত শুরু হতে পারে। এবং গোটা বিষয় প্রকাশ্যে আসতে পারে।