Mandarmani: বান্ধবী নিয়ে মন্দারমণিতে গিয়ে মৃত্যু! তৃণমূল নেতার মৃতদেহ উদ্ধার হোটেলে, অবৈধ সম্পর্কে খুন নাকি আত্মহত্যা?

Spread the love

পূর্ব মেদিনীপুরের অন্যতম পর্যটনকেন্দ্র মন্দারমণির হোটেলে ৩৪ বছরের যুবকের মৃতদেহ উদ্ধার। পরবর্তীতে জানা যায়, মৃত যুবক উত্তর ২৪ পরগনার তৃণমূল নেতা আবুল নাসার, যিনি তৃণমূলের উপপ্রধানের স্বামী। পুলিস সূত্রে খবর, আমডাঙা এলাকার দুই বন্ধু এবং বান্ধবী মিলিয়ে ৪ জন মন্দারমণির হোটেলে ওঠেন। শুক্রবার রাতে পুলিসকে হোটেল কর্তৃপক্ষ জানায়, এক যুবক আত্মহত্যা করেছে। এরপরই উদ্ধার আবুল নাসারের দেহ।
তবে কি নেপথ্যে আত্মহত্যা বা বান্ধবী-যোগ? নাকি রাজনৈতিক খুন? যদিও পঞ্চায়েত সমিতির সভাপতি রাজনীতির প্রসঙ্গ উড়িয়ে দিয়েছেন। যদিও এক মহিলার সঙ্গে মৃত ব্যক্তির অবৈধ সম্পর্ক ছিল বলে জানা যাচ্ছে।
পুলিসসূত্রে খবর, শারীরিক অসুস্থতার কারণ দর্শিয়ে এক বান্ধবী বাড়ি ফিরে যান। আর একজন বান্ধবীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে মন্দারমণি থানা। অবৈধ সম্পর্ক, আত্মহত্যা নাকি অন্য কারণে খুন, তার তদন্ত চলছে জোরকদমে


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *