পাঁচদিন ধরে নিখোঁজ, আসামী কে নিয়ে কবর থেকে তোলা হল দেহ। গত পাঁচদিন ধরে নিখোঁজ ছিলেন ভরতপুর থানার রাধাপাড়া গ্রামের বাসিন্দা রাহিদুল ইসলাম (৩৫) নামে এক ব্যক্তি নিখোঁজ ছিলেন। পেশায় আনাজ ব্যবসায়ী ছিলেন তিনি। গত ১৯শে জুন রাত থেকে নিখোঁজ ছিলেন। ভরতপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন রাহিদুলের দাদা কবিরুল ইসলাম। পুলিশ লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে সোমবার রাতে জিগর সেখ ও আফসার সেখ কে গ্রেফতার করা হয়। পুলিশ তাদেরকে জিজ্ঞাসাবাদ করে তদন্তে উঠে আসে ১৯শে জুন রাতেই শ্বাসরোধ করে ধারালো অস্ত্র দিয়ে খুন করে ঝিকরা গ্রামে কবর দিয়ে দেহ পুঁতে দেওয়া হয়েছে।
পুলিশের প্রাথমিক ভাবে অনুমান জিগরের স্ত্রীর সঙ্গে অবৈধ সম্পর্কে লিপ্ত ছিলেন রাহিদুল সেখ। আর তার জেরেই এই খুন করা হয়েছে বলে প্রাথমিক ভাবে অনুমান। রাহিদুল ইসলাম কে খুন করে ঝিকরা গ্রামে কবরে পুঁতে দেওয়া হয়। জিগর সেখ ও তার ভগ্নিপতি আফসার সেখকে দশ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে মঙ্গলবার দুপুরে কান্দি মহকুমা আদালতে তোলা হয়। আদালত সাতদিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিতেই আসামী জিগর সেখকে নিয়ে এসে কবর থেকে দেহ তোলা হল ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে। এলাকায় কড়া পুলিশের নিরাপত্তার মধ্যে দিয়েই দেহ তুলে ময়না তদন্তের জন্য কান্দি মহকুমা হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
পাঁচদিন ধরে নিখোঁজ! কবর থেকে তোলা হল দেহ
