ফারাক্কায় রাস্তা পরিদর্শনে গিয়ে বিক্ষোভের মুখে বিধায়ক মনিরুল ইসলাম
মুর্শিদাবাদ জেলার ফারাক্কা ব্লকে রাস্তার বেহাল অবস্থার পরিদর্শনে গিয়ে সাধারণ মানুষের বিক্ষোভের মুখে পড়লেন ফারাক্কার তৃণমূল কংগ্রেস বিধায়ক মনিরুল ইসলাম।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে রাস্তার বেহাল অবস্থা নিয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেও কোনো স্থায়ী সমাধান মেলেনি। বিশেষ করে বর্ষার সময় কাদা, গর্ত ও জল জমে থাকা কারণে এলাকাবাসীকে ভোগান্তির শিকার হতে হচ্ছে।
বিধায়ক মনিরুল ইসলাম যখন আজকে এলাকায় রাস্তা পরিদর্শনে যান, তখন অনেক বাসিন্দা ক্ষোভ উগরে দেন। “ভোটের সময় কথা দেন, কাজের সময় দেখা মেলে না,”—এমন মন্তব্য শোনা যায় বিক্ষুব্ধ জনতার মুখে।
এ বিষয়ে বিধায়ক জানান, “আমি এলাকাবাসীর সমস্যা বুঝি। ইতিমধ্যেই সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে কথা হয়েছে, খুব শীঘ্রই রাস্তার কাজ শুরু হবে। মানুষের উদ্বেগ আমি সম্মান করি।”
ঘটনাটি ঘিরে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়ালেও, পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং বিধায়ক স্থান ত্যাগ করেন।