২১ জুলাইয়ের শহিদ দিবসের ঠিক আগে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিজেপি সূত্রে খবর, ১৮ জুলাই তাঁর সম্ভাব্য সফর। সূত্র বলছে, দমদম সেন্ট্রাল জেল সংলগ্ন মাঠ কিংবা বারাসতের কোনও জায়গায় হতে পারে মোদির সভা। মূলত বারাসত, বনগাঁ, বারাকপুর ও কলকাতা উত্তর—এই চার সাংগঠনিক জেলাকে ঘিরেই এই সভার আয়োজন করা হচ্ছে। ইতিমধ্যেই নেতা-কর্মীরা চূড়ান্ত প্রস্তুতিতে নেমে পড়েছেন।
উল্লেখযোগ্য, মে মাসে আলিপুরদুয়ারে সভা করেছিলেন প্রধানমন্ত্রী। এবার দক্ষিণবঙ্গের মাটিতে জনসভা করতে চলেছেন তিনি। রাজনৈতিক মহলের মতে, ২১ জুলাইয়ের আগে মোদির এই সফর একাধিক বার্তা দেবে। একদিকে যখন তৃণমূল শহিদ দিবস ঘিরে প্রস্তুতি নিচ্ছে, তখন ঠিক তার আগেই বিজেপির এই সভা কৌশলগতভাবে তাৎপর্যপূর্ণ।
অন্যদিকে, রাজ্য বিজেপিতে পালাবদলের পর এটাই শমীক ভট্টাচার্যের সভাপতিত্বে মোদির প্রথম রাজ্য সফর। শমীক নিজেও জানেন, ২০২৬-এর ভোটে দক্ষিণবঙ্গে সংগঠন চাঙ্গা না করতে পারলে ভোটে ভালো ফল মেলা দুষ্কর। সেই জায়গা থেকেই এই সভা গুরুত্বপূর্ণ। কারণ দক্ষিণবঙ্গে বিজেপি সাংগঠনিকভাবে দুর্বল, জেতা আসনের সংখ্যাও কম। তাই দলের মনোবল বাড়াতে এবং শক্তি সঞ্চয় করতেই এই সফর বলে মত রাজনৈতিক মহলের।
আগামী বছরই রাজ্যে বিধানসভা নির্বাচন। ভোট যত এগোচ্ছে, ততই গেরুয়া শিবিরের প্রস্তুতি জোরালো হচ্ছে। শহিদ দিবসের আগে মোদির এই সফরকে তাই শুধু রাজনৈতিক কর্মসূচি নয়, শক্তি প্রদর্শন হিসাবেই দেখছে বঙ্গ রাজনীতি।