Mumbai: ভয়ঙ্কর-১৮ ডিসেম্বর Unlucky-13! মৃত্যুপুরী মুম্বই…নৌসেনার বোটের ধাক্কা, মৃত ১৩

Spread the love

 

কলকাতা: মাঝ সমুদ্রে ভয়ঙ্কর দুর্ঘটনা। গেটওয়ে অফ ইন্ডিয়ার কাছে নৌকাডুবি। মুম্বই উপকূল যেন মৃত্যুপুরী। ১৮ ডিসেম্বর Unlucky-13! একাধিক সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, ভারতীয় নৌসেনার স্পিড বোট গিয়ে ধাক্কা দেয় প্রবাসী যাত্রীবাহী ফেরিতে। ভয়ঙ্কর সংঘর্ষে মৃত ১৩ জন। শতাশিককে উদ্ধার করা সম্ভব হয়েছে। বুধবার দুপুর ৩:৫৫ নাগাদ এই দুর্ঘটনা বলে খবর পাওয়া গেছে। নিয়ন্ত্রণ হারিয়ে নৌসেনার স্পিডবোট ধাক্কা মারে বলে মনে করা হচ্ছে।

মহারাষ্ট্রের সদ্য দায়িত্বপ্রাপ্ত মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীশ জানান, নৌসেনার উপকূল রক্ষী বাহিনী এবং পুলিশ উদ্ধার কাজ চালিয়েছে। ১১টি ক্রাফট এবং ৪টি হেলিকপ্টারের সাহায্যে ১০১ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে উদ্ধারকার্য সমন্ন হতে হতে বৃহস্পতিবার সকাল। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর তহবিল থেকে ৫ লক্ষ ক্ষতিপূরণ ঘোষণা মৃতদের মাথাপিছু। পুলিশ এবং নৌসেনা গোটা ঘটনার তদন্ত করবে বলেও ফড়ণবীশ জানান।

ঘটনায় শোকজ্ঞাপন করেছেন দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। রাষ্ট্রপতির বিবৃতিতে লেখা, আমি দুঃখিত এবং শোকস্তব্ধ। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা। উদ্ধারকারী দল দ্রুততার সঙ্গে উদ্ধারকার্য সফল করুক। কামনা ভারতের রাষ্ট্রপতির।

রাশ

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর X পোস্ট

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *