মুর্শিদাবাদ প্রি প্ল্যানড কমিউনাল রায়েট। বললেন মুখ্যমন্ত্রী। পিছনে তিন ধর্নের অনেকে। নেতাজি ইনডোর স্টেডিয়ামে ইমামদের সঙ্গে বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে সম্প্রীতির বার্তা। মুখে বিজেপি বিরোধী তোপ।
মমতার কথায়, মুর্শিবাদাবাদে পূর্ব পরিকল্পিত সাম্প্রদায়িক দাঙ্গা করা হয়েছে। ২০২৬ সামনে। দাঙ্গা করতে করতে যারা ক্ষমায় আসে, তারা কীভাবে বুঝবে মানুষের রক্তের দাম কত বেশি।
বিজেপিকে নিশানা করে মমতার দাবি, এজেন্লিপ মাধ্যমে লোক নিয়ে এসে দাঙ্গা করাই কি লক্ষ্য। এই ভাগাভাগি যদি তৃণমূল করতো, তাহলে তৃণমূল বিধায়কদের বাড়িতে হামলা হতো না। বিজেপি মেরুকরণ করে অশান্তি করতে চাইছে বিজেপি। দিল্লিতে বাঙালি এলাকায় মাছভাত বন্ধ। মমতার দাবি, দিল্লিতে বছর খানেকের মাধ্যমে সরকার বদলাবে। পাশাপাশি মুখ্যমন্ত্রী দিল্লিতে গিয়ে ওয়াকফ বিরোধীতার বার্তা দেন। একই সঙ্গে ইন্ডি জোটের শরিকদের সেখানে সমর্থনের জন্য আহ্বান জানান।