কলকাতা: পার্থ ভৌমিকের ছেড়ে রাখা আসন হাতছাড়া হল না তৃণমূল কংগ্রেসের। বিপুল মার্জিন ধরে রেখে জয় পেলেন সনৎ দে। নৈহাটিতে আবারও তৃণমূল কংগ্রেসের জয়জয়কার। ৪৯.২৫২ ভোটে জয়ী শাসক দলের প্রার্থী। প্রায় ৭৭ হাজারেরও বেশি ভোটের ব্যবধানে ২০২১ সালে জিতেছিলেন পার্থ ভৌমিক। ৫০% -এরও বেশি মার্জিনে জিতলেন সনৎ। প্রসঙ্গত, শেষ প্রচারে সনৎ দে-র হয়ে পা মিলিয়েছিলেন পার্থ ভৌমিক।