তীব্র গরমের মধ্যে বোলপুর পৌরসভা এলাকার ১৮ নম্বর ওয়ার্ডে ৬ ঘণ্টা ধরে না কারেন্ট ছিল না। এর জন্য রাস্তায় বিক্ষোভ দেখান তৃণমূল কাউন্সিলর সহ স্থানীয় বাসিন্দারা।
দীর্ঘ ৬ ঘণ্টা বিদ্যুৎ না থাকায় ক্ষোভে ফেটে পড়েন বোলপুরে ১৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। রাস্তায় আগুন জ্বালিয়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় কাউন্সিলর সহ স্থানীয় বাসিন্দারা। তাদের দাবি বিগত কয়েকদিন ধরেই সকাল থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দিচ্ছে, দুপুরে বিদ্যুৎ কিছুক্ষণ থাকার পর আবার বিকেল থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দিচ্ছে।বিদ্যুৎ দপ্তরে ফোন করা হলে ফোন ধরে না এমনটা অভিযোগ করছে কাউন্সিলার। তাই তারা দাবি করছেন যতক্ষণ এর সমাধান না হবে ততক্ষণ এই রাস্তা অবরোধ থাকবে। এখন আপাতত বোলপুর থেকে ইলামবাজার বর্ধমান যাওয়ার রাস্তা অবরোধ করে বসে আছে বোলপুরে ১৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা।
কারেন্ট নেই, রাস্তায় নেমে বিক্ষোভ
