চোর সন্দেহে খুন?

Spread the love

গৃহস্থ বাড়িতে চুরি? সন্দেহ করেই এক যুবককে খুন করার অভিযোগ মালদায়। গলায় দড়ি পেঁচিয়ে খুন। তারপর ছ্যাঁকা দেওয়ার অভিযোগ। আর তাতেই শ্বাসরোধ হয়ে মৃত্যু যুবকের। দেহে একাধিক আঘাতের চিহ্ন। এমনই চাঞ্চল্যকর অভিযোগ মৃতের পরিবারের। মালদহের ইংরেজবাজারের ঘটনা। এই থানার নিত্যানন্দপুর এলাকার ঘটনা।

জানা গিয়েছে, মৃত যুবকের নাম মিঠু ঘোষ। পেশায় শ্রমিক। বুধবার সকালে বাড়ি থেকে প্রায় পাঁচশো মিটার দূরে একটি ফাঁকা মাঠ থেকে তাঁর দেহ উদ্ধার হয়। মৃত যুবকের পরিবারের দাবি, গত ১ লা এপ্রিল এলাকায় এক গৃহস্থ বাড়িতে চুরির ঘটনা ঘটে। ঘটনার বেশ কয়েকদিন পর ওই পরিবার মিঠু ঘোষ এবং তাঁর ছেলের নামে ইংরেজবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করে। অভিযোগ পেয়ে গত ৭ এপ্রিল মিঠু ঘোষকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে পুলিশ। কিন্তু, জিজ্ঞাসাবাদের পরেই মিঠু ঘোষকে ছেড়ে দেয় পুলিশ। পরিবারের দাবি, বাড়িতে এসেই গতকাল রাত থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায় মিঠু। বুধবার বাড়ি থেকে কিছু দূরে তাঁর দেহ উদ্ধার হয়। শরীরের একাধিক জায়গায় ছ্যাঁকা এবং আঘাতের চিহ্ন রয়েছে। পরিবারের আরও অভিযোগ, ওই গৃহস্থ বাড়িতে চুরির সন্দেহেই তাঁকে মেরে ফেলা হয়েছে।
পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের পরেই মৃত্যুর কারণ স্পষ্ট হবে। মৃতের পরিবারের তরফ থেকে লিখিতভাবে কোনও অভিযোগ জানানো হলে তা খতিয়ে দেখা হবে।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *