মুর্শিদাবাদে নামলো আধা সামরিক বাহিনী। ওয়াকফ বিলের প্রতিবাদে সরগরম হয়ে ওঠে মুর্শিদাবাদ। সুতি এবং সামশেরগঞ্জে রাস্তায় আগুন জলে। পুলিশের গাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়। তিনজনের খুনেরও অভিযোগ ওঠে। এই পরিস্থিতিতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কেন্দ্রীয় বাহিনী মোতায়নের পক্ষে রায় দেন হাইক। বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি রাজা বসু চৌধুরী কেন্দ্রীয় বাহিনী মোতায়নের নির্দেশ দেন। আদালতের পর্যবেক্ষণ, এই ধরনের অভিযোগ এলে আদালত চোখ বন্ধ করে থাকতে পারে না। প্রয়োজনে অন্য জায়গা থেকেও ডাকা যাবে কেন্দ্রীয় বাহিনী। জানা গিয়েছে, ১৭ এপ্রিল পর্যন্ত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে মুর্শিদাবাদের উত্তেজিত এলাকা গুলিতে।
শনিবার কেন্দ্রীয় রেলমন্ত্রী কে চিঠি লিখেছেন রাজ্যের বিরোধী দলনেতা। শুভেন্দু অধিকারীর বক্তব্য, প্রতিবাদে একের পর এক রেল স্টেশনে হামলা করা হয়েছে। মানুষের সুরক্ষায় এন আই এ (NIA) তদন্ত দেওয়া হোক। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে চিঠি দিয়েছেন শুভেন্দু।
