একুশে জুলাই কলকাতায় শহীদ স্মরণে তৃণমূল কংগ্রেসের কর্মসূচিতে যোগদান করার জন্য, গ্রাম থেকে শহর অলিগলি রাজপথ সর্বত্রই মিছিল মিটিং চলছে, বাদ নেই পূর্ব বর্ধমান জেলার কালনা মহকুমার ও।
নেমে পড়েছেন রাজ্যের মন্ত্রীরা দলীয় কর্মী সমর্থকদের নিয়ে সর্বত্ত মিছিলে অংশগ্রহণ করছেন এমনও চিত্র দেখা গেল নান্দাই অঞ্চলে। নন্দাই ব্রিজের কাছে ইউথ কমবাইন ক্লাবের মাঠ থেকে গাবতলা পর্যন্ত , রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ দলীয় কর্মী সমর্থকদের নিয়ে বিশাল মিছিলে অংশগ্রহণ করেছেন। ২৬ এ বিধানসভার আগে এই শেষ একুশে জুলাই , তাই বিপুল পরিমাণ কর্মী দের নিয়ে কলকাতায় হাজির হওয়ায় মূল লক্ষ্য। তাই সর্বত্রই নেতা মন্ত্রী সবাই নেমে পড়েছেন লক্ষ্য পূরণের উদ্দেশ্যে।
শহীদ স্মরণে কলকাতার পথে জেলা
