মাথাভাঙ্গা দুই ব্লকের ঘোকসডাঙ্গা এলাকায় যাত্রীবাহী সাফারি গাড়ি থেকে প্রায় ৩৭কেজি গাঁজা উদ্ধার করল ঘোকসাডাঙ্গা থানার পুলিশ। গাঁজা পাচারের অভিযোগে গ্রেফতার চার। জানা গিয়েছে, মঙ্গলবার গোপন সূত্রে খবর পেয়ে ঘোকসাডাঙ্গা থানার ওসি কাজল দাসের নেতৃত্বে পুলিশ বাহিনী মাথাভাঙ্গা ২ ব্লকের রুইডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের আটপুকুরি বাজার এলাকায় অভিযান চালায় পুলিশ। মাথাভাঙ্গা ফালাকাটা যাত্রীবাহী একটি সাফারি গাড়িতে তল্লাশি চালিয়ে দুটি ট্রলি ব্যাগ সহ আরো দুটি ব্যাগে গাঁজা দেখতে পান পুলিশ। পরবর্তীতে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সেই গাঁজা উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রায় ৩৭কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
গাড়ি থেকে গাঁজা!
