বৃহস্পতিবার পার্থ চট্টোপাধ্যায়ের জামিন মামলার শুনানিতে সিবিআই আদালতে একটি তথ্য প্রদান করেছে। যার ফল স্বরূপ পার্থ চট্টোপাধ্যায়ের জামিন পিছিয়ে যেতে পারে। শিবিরের এই তথ্যের উপর ভিত্তি করেই আবারও রাজনৈতিক প্রভাবশালীদের জিজ্ঞাসাবাদ করা যেতে পারে।
পার্থ চট্টোপাধ্যায় নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছে ২০২২-২৩ সালে। শুধু পার্থ নয় জীবনকৃষ্ণ থেকে মানিক এরাও পার্থর সাথী হয়েছে।
আদালতে বৃহস্পতিবার সিবিয়াই জানিয়েছে বিকাশ ভবনের ওয়ার হাউস থেকে তা একটি তালিকা খুঁজে পেয়েছে, যেখানে ৩২১ জন অযোগ্য প্রার্থীর নাম ছিল। তাদের মধ্যে চাকরি পেয়েছেন ১৩৪ জন। এই ১৩৪ জনের নাম সুপারিশ করেছিলেন কোন না কোন রাজনৈতিক নেতা।
সিবিআই বৃহস্পতিবার আদালতে আরও জানিয়েছে, নিয়োগ দুর্নীতির মাস্টারমাইন্ড পার্থ চট্টোপাধ্যায়। কিন্তু তার সহকারি কারা সেটাই এবার সামনে আনতে চাইছে সিবিআই।
বিরোধী দলনেতার সদর ঘোষ এ বিষয়ে মন্তব্য করেছেন, সিবিআই কি আরো সজাগ হয়ে কাজ করতে হবে।