রামনবমী উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা বার্তা প্রধানমন্ত্রী ,মুখ্যমন্ত্রী সহ বিরোধী নেতা রাহুল গান্ধীর। দেশের প্রথম ভার্টিক্যাল লিফট রেলব্রিজ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

Spread the love

রামনবমীর শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাথে তিনি রাজ্যের শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য অনুরোধ করেছেন জনসাধারণকে। মুখ্যমন্ত্রী ছাড়াও দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বিরোধীদল নেতা রাহুল গান্ধী।

উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ তামিলনাড়ুর মণ্ডপম শহর থেকে রামেশ্বরম দ্বীপ পর্যন্ত ভার্টিক্যাল রেল সেতু পামবানের উদ্বোধন করলেন।

এটি দেশের প্রথম ভার্টিক্যাল লিফট সেতু, যা ১৭ মিটার উঁচু পর্যন্ত আকাশে নিজেকে তুলে ধরতে পারে, ফলে বিশাল জাহাজ নির্বিঘ্নেই সমুদ্রপথ পার হতে পারবে। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের এক্স হ্যান্ডেলে রামনবমী উপলক্ষে রাজ্যবাসীকে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন। একইসঙ্গে রাজ্য যাতে আইনশৃঙ্খলা বজায় থাকে, এইবার টাও দিয়েছেন তিনি।

বিরোধী কংগ্রেসের রাহুল গান্ধী ও এক্স হ্যান্ডেলে রামনবমীর শুভেচ্ছা জানিয়েছেন।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *