দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত রাত ৯ টা ৪০ মিনিটের পর ৫ মিনিট অন্তর আরো চারটি মেট্রোর দাবী এবং সেই কারণে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে। যদিও এই মামলায় কলকাতা হাইকোর্ট আপাতত হস্তক্ষেপ করেনি। বরং মেট্রো কর্তৃপক্ষকে বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে।
রাত ৯ টা ৪০ মিনিটের পর এক ঘন্টায় মাত্র দুটো মেট্রো চালানো হচ্ছে বলে আবেদনকারীর দাবি। ফলে গন্তব্যে পৌঁছতে বেশ সমস্যা হয়ে যাত্রীদের। সেই সময়ে তাই মেট্রো সংখ্যা বাড়ানোর দাবি করা হয়েছে। কমপক্ষে চারটি মেট্রো চালানোর দাবি জানিয়েছেন আবেদনকারী।
কেন্দ্রের আইনজীবী অ্যাডিশনাল সলিসিটর জেনারেল অশোক চক্রবর্তী জানিয়েছেন যে, সিগন্যালিং- এ কর্মরত কর্মীদের শিফট, মেট্রো কোচের সংখ্যা ও পরিষেবার সঙ্গে যুক্ত অন্যান্য কর্মীদের শিফটিংয়ে সমস্যায় ওই দাবি মানা সম্ভব নয়। এই কথা শোনার পর হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম হস্তক্ষেপ করতে চাননি। মেট্রো কর্তৃপক্ষ সেই সিদ্ধান্ত নেবে বলেই তিনি জানিয়েছেন।