রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠানকে আরএসএস প্রধান মোহন ভাগবত ভারতের প্রকৃত স্বাধীনতা বলে অভিহিত করেছেন। এই মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। আরএসএস নেতা মোহন ভাগবতের এই মন্তব্য কে কেন্দ্র করে কংগ্রেস নেতা রাহুল গান্ধী জনগণের জন্য আহ্বান জানিয়ে বলেছেন,”বাজে কথা শোনা বন্ধ করুন”। মোহন ভাগবতের এ ধরনের মন্তব্য কে তিনি দেশদ্রোহীতার কাজ বলেই উল্লেখ করেছেন। রাহুল গান্ধীর মতে ভারত বর্ষ বলেই একমাত্র তার এ কথা বলার ধৃষ্টতা আছে। অন্য কোন দেশ হলে তাকে গ্রেফতার করে বিচার করা হবে।রাহুল গান্ধীর মতে, এই মন্তব্য প্রত্যেক ভারতীয় জন্য অপমানজনক। দু তিন দিন অন্তর অন্তর মোহন ভাগবতের ভারতের সংবিধান ,স্বাধীনতা আন্দোলন, নিয়ে বিভিন্ন মত জনগণের মধ্যে ভেদাভেদ সৃষ্টি করতে। এই সমস্ত জানিয়ে তিনি ধৃষ্টতার পরিচয় দিচ্ছেন যাকে জানা যাচ্ছে এক কথায় রাষ্ট্রদ্রোহিতা বলা যেতে পারে।
রাম মন্দির প্রতিষ্ঠাই আসল স্বাধীনতা, ভগবতের বাণী খণ্ডন করলেন রাহুল, বললেন বাজে কথা শুনবেন না
