কোথাও কি কোনও ক্ষোভ থেকেই সিরিজের মাঝে অবসর নিলেন অশ্বিন?

Spread the love

কেবলমাত্র আনুষ্ঠানিক বিদায় নেওয়ার জন্যই তার খেলায় থাকার কোন ইচ্ছা ছিল না। এমনই মন্তব্য করেছেন ভারতের প্রাক্তন অফ স্পিনার রবিচন্দ্রন অশ্বিন তার। ভারতের জন্য দীর্ঘ সময় প্রতিনিধিত্ব করতেও তিনি সক্ষম এই বিশ্বাস তিনি রাখেন। তার অবসরের ঘোষণা ভক্তদের অনেকাংশেই অবাক করেছে। সদ্য সমাপ্ত বর্ডার গাভাস্কার ট্রফির মাঝখানে তিনি অবসরের ঘোষণা করেন। ব্রিসবেন টেস্টের তৃতীয় ম্যাচের পর আনুষ্ঠানিকভাবে তিনি অবসর ঘোষণা করেন এবং সিদ্ধান্ত নেন সিরিজেও তিনি আর দলের সাথে থাকবেন না।
নিজের ইউটিউব শো তে প্রাক্তন ক্রিকেটার জানিয়েছেন তিনি আরো ক্রিকেট খেলতে চান। তিনি খেলার প্রতি সৎ থাকতে চান।
গোলাপি বলের ম্যাচে অ্যাডিলেটে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষবার দেখা গিয়েছিল রবিচন্দ্রন অশ্বিনকে। ৫৩৭টি উইকেট নিয়ে তিনি ভারতের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট টেকার হিসেবে তার টেস্ট ক্যারিয়ার শেষ করেছেন। তারপরেও সিরিজের ওপেনার হিসেবে তাকে পার্থে নির্বাচিত করা হয়নি। তার জায়গায় বেছে নেওয়া হয়েছিল ওয়াশিংটন সুন্দরকে। অ্যাডিলেডে দ্বিতীয় টেস্ট খেললেও তৃতীয় টেস্টে তিনি বাদ পড়েন। তার পরিবর্তে বেছে নেওয়া হয় রবীন্দ্র জাদেজাকে।
একপ্রকার আফসোস থেকেই তিনি এই অবসর নিয়েছেন। তিনি জানিয়েছেন সবকিছু আপনি যেভাবে চান সেভাবে হয় না এটা হয়তো অনেক ভালো হতে পারতো বা ভালো হওয়া উচিত ছিল বলেই তার দাবি।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *