১৭ বছর পর। অসাধ্য সাধন। চেন্নাইকে ধরাশায়ী করল ব্যাঙ্গালোর। প্রথমে ব্যাট করে ১৯৬ রান বোর্ডে তোলে আরসিবি। সল্ট কোহলি পাডিকাল পাতিদার ডেভিড , কম বেশি সবার ব্যাটই চলেছে। বিরাট করেন ৩১ বলে ৩০ রান।
পরে ব্যাট করতে নেমে রচিন রবীন্দ্রর ব্যাট চললেও (৪১ রান), কোনও পার্টনারশিপ ধরে রাখতে পারেনি চেন্নাই সুপার কিংস। রবীন্দ্র জাদেজা মাত্র ২৫ রান করেন। সাধারণত ৮ নম্বরে ব্যাট করতে নামেন মহেন্দ্র সিং ধোনি। কিন্তু ব্যাঙ্গালোরের বিরুদ্ধে তিনি ৯ নম্বরে ব্যাট করতে নামেন। ১৬ রানে অপ্রতিরোধ্য ৩০ রান করেন ধোনি। তিনটি চার এবং দুটি ছয় মারেন ধোনি। আক্রমণাত্মক ফর্মে থাকলেও, হাতে বল না থাকার কারণে জয় পেল না CSK…৫০ রানে জিতল RCB
২০০৮ এর পর ২০২৫…CSK কে হারালো RCB, চলল মাহির ব্যাট
