ভারতীয় মহিলা ক্রিকেট দলের তারকা উইকেটরক্ষক রিচা ঘোষের পরিবারের উপর চড়ছে উত্তেজনার পারদ। শিলিগুড়ির সুভাষপল্লীতে রিচার কাকা সুবিমল ঘোষের পরিবারের বিরুদ্ধে লাগাতার কটুক্তি ও হুমকির অভিযোগ উঠে এসেছে।
স্থানীয় বাসিন্দা তথা তৃণমূল নেতা ধিমান ঘোষের একটি ওষুধের দোকান খোলার পর থেকেই নাকি শুরু হয় সমস্যার সূত্রপাত। অভিযোগ, দোকানের সামনে প্রায়শই বসে মদের আসর, চলে রাতভর আড্ডা—রাস্তা দখল করে অসামাজিক কার্যকলাপে যুক্ত একাংশ। এই নিয়েই প্রতিবাদ জানানোয় চড়া মাশুল গুনতে হচ্ছে ঘোষ পরিবারকে।
সম্প্রতি রিচার কাকিমা রমিলা কৈরালা ঘোষ ভানুভক্ত জয়ন্তীর দিন নেপালি সাজে বেরোতেই, প্রকাশ্য রাস্তায় তাঁকে কটুক্তি করা হয় বলে অভিযোগ। সুবিমল ঘোষ জানান, বহুবার পুলিশে জানানো হলেও কোনও লাভ হয়নি। কন্যা স্নেহা ঘোষের বক্তব্য, “আমি পাড়ার মেয়ে, অথচ একা বেরোতে ভয় লাগে। নিজের পাড়াতেই আমরা আজ নিরাপত্তাহীন।”
ঘটনার পর সুবিমল ঘোষের পরিবার শরণাপন্ন হয়েছে শিলিগুড়ির মেয়র গৌতম দেবের। আশ্বাস মিলেছে, বিষয়টি খতিয়ে দেখা হবে।
ঘটনা ঘিরে রাজনৈতিক রংও নিয়েছে চরম মাত্রা। বিজেপি-র শিলিগুড়ি সাংগঠনিক জেলা সভাপতি অরুন মণ্ডল কটাক্ষ করে বলেন, “একদিকে জাতীয় দলের গর্ব রিচা ঘোষ, আর অন্যদিকে তাঁর পরিবারই আজ নিরাপত্তাহীন। এটাই কি তৃণমূলের শাসন?”
এই মুহূর্তে গোটা এলাকা জুড়ে উত্তেজনা, প্রশাসনের হস্তক্ষেপের দিকেই তাকিয়ে রিচার পরিবার।