সদ্য সৈফ আলী খানের উপর হামলার অভিযোগ। এর আগে গ্যালাক্সি এপার্টমেন্টে হামলার অভিযোগ ওঠে। লরেন্স বিষ্ণইয়ের নিশানায় ছিলেন সালমান খান। হামলার পর জোরদার করা হয় সালমানের নিরাপত্তা। সঙ্গে থাকছে কড়া নিরাপত্তা বাহিনী। নিরাপত্তার ঘেরাটকেই থাকছে ভাইজান। গত বছর সালমান ঘনিষ্ঠ বাবা সিদ্দীকিও খুন হয়। এবার পাঁচ বছরের মাথায় নিজের প্রিয় পরশুকে হারালেন সালমান। সালমানের পাশে রয়েছেন বান্ধবী ইউলিয়া। ইউলিয়া লিখেছিলেন, আমাদের সঙ্গে তুমি আজীবন থাকবে। এই স্পর্শ কে বলতো দেখা গিয়েছিল একাধিকবার বিগ বসের সেটে। প্রিয় পোষ্যের প্রয়াণে শোকাহত সালমান।
স্বজনহারা সলমন খান
