শওকত মোল্লার ব্রিজ উদ্বোধন অনুষ্ঠানে বাধা এলাকায় বোমাবাজি করার অভিযোগ আই এস এফ এর বিরুদ্ধে, রাজনৈতিক উত্তেজনা ভাঙ্গরে।
দক্ষিণ ২৪ পরগনা জেলার ভাঙ্গর ২ নম্বর ব্লকের মাঝেরাইট এলাকায় একটি ঢালাই ব্রিজ উদ্বোধন অনুষ্ঠানের কর্মসূচি রয়েছে তৃণমূল কংগ্রেসের। ওই ব্রিজ উদ্বোধনের কথা রয়েছে ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লার। আর সেই অনুষ্ঠানের আগেই উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা। মঞ্চ ভাঙচুরের হুমকি ও এলাকায় বোমাবাজি করার অভিযোগ। সমস্ত অভিযোগ ওঠে এলাকার স্থানীয় আই এস এফ নেতৃত্বের বিরুদ্ধে।
ঘটনাস্থলে আসে উত্তর কাশিপুর থানার পুলিশ। পুলিশ এসে ঘটনাস্থল থেকে বোমার সুতলি স্টোনচিপ সহ বেশ কিছু সরঞ্জাম উদ্ধার করেছে।
এই ঘটনা কে কেন্দ্র করে এলাকায় আবার নতুন করে রাজনৈতিক উত্তেজনা ছড়ায়।
তবে সমস্ত ঘটনা কথা অস্বীকার করে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী তিনি জানিয়েছেন আইএসএফ কর্মী সমর্থকরা এর সঙ্গে কোন রকম ভাবেই জড়িত নয়। তাদের নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছে, তারা বাড়ি ছাড়া এগুলো তৃণমূল বোমা মেরে আইএসএফের নামে দোষটা পাচ্ছে। পুলিশ তদন্ত করলেই সত্য বেরিয়ে আসবে।
তবে পুরো ঘটনার বিষয় নিয়ে তদন্ত শুরু করেছে উত্তর কাশিপুর থানার পুলিশ।