অকালপ্রয়াণ শেফালি জারিওয়ালার, থেমে গেল ‘কাঁটা লাগা’ গার্লের জীবনরেখা

Spread the love

জনপ্রিয় মডেল ও অভিনেত্রী শেফালি জারিওয়ালা আর নেই। শুক্রবার গভীর রাতে, হঠাৎ হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মুম্বইয়ের বেলভিউ মাল্টিস্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। বয়স হয়েছিল মাত্র ৪২ বছর।

‘কাঁটা লাগা’ মিউজিক ভিডিও দিয়ে ২০০২ সালে যাত্রা শুরু করে রাতারাতি জনপ্রিয়তার শিখরে পৌঁছে গিয়েছিলেন শেফালি। সাহসী উপস্থিতি, ক্যামেরার সামনে স্বতঃস্ফূর্ত আত্মবিশ্বাস এবং নজরকাড়া নাচের স্টাইলে তিনি হয়ে উঠেছিলেন হিন্দি পপ ক্যালেন্ডারের স্থায়ী মুখ। পরে ‘বিগ বস ১৩’-এ অংশগ্রহণ করে আবারও আলোচনায় আসেন তিনি।

পরিবার সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে আচমকা শারীরিক অবস্থার অবনতি হয়। স্বামী অভিনেতা পরাগ ত্যাগী তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে গেলেও ততক্ষণে সব শেষ। তাঁর মরদেহ কুপার হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

জানা যাচ্ছে, দীর্ঘ প্রায় ১৫ বছর ধরে শেফালি মৃগী রোগে ভুগছিলেন, যা তাঁর দৈনন্দিন জীবনে নানা শারীরিক ঝুঁকি তৈরি করত। তবে তাঁর এমন আকস্মিক মৃত্যুতে বলিউডে শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী হিমাংশি খুরানা, কুশল টন্ডন, ভারতী সিং-সহ অনেকে শোকবার্তা জানিয়েছেন।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *