বাংলাদেশে শেখ মুজিবের ছবি! ঈদে নতুন নোটে ‘না’

Spread the love

বাংলাদেশে আসন্ন ঈদ উল ফিতরে ব্যাংকের শাখাগুলো থেকে নতুন নোট বিনিময় করা হবে না। বাংলাদেশ ব্যাংক (বিবি) থেকে ব্যাংকগুলোকে পাঠানো এক চিঠিতে জানানো হয়েছে, ঈদ উপলক্ষে নতুন নোট বিতরণ করার প্রক্রিয়া আপাতত স্থগিত রাখা হয়েছে।

টাকার উপর শেখ মুজিবর রহমানের ছবি থাকায় কিছু পক্ষ আপত্তি তুলেছে। এই পরিস্থিতিতে নতুন নোট বিতরণ স্থগিত করা হয়েছে। তবে বাজারে প্রচলিত শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি-সহ নোটের ব্যবহার অব্যাহত থাকবে। কেন্দ্রীয় ব্যাংক আগামী মাসের মধ্যে নতুন নকশার নোট বাজারে আনতে কাজ করে যাচ্ছে।

বহু ব্যাংকে পাঠানো চিঠিতে বাংলাদেশ ব্যাংক লিখেছে, আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষ্যে নতুন নোট বিনিময় কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি ব্যাংকের শাখায় সংরক্ষিত নতুন নোট বিনিময় না করার নির্দেশ দেওয়া হয়েছে।

এছাড়া বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারাও এবার নতুন নোট পাবেন না বলে জানানো হয়েছে।

এর আগে কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছিল, ১৯ মার্চ থেকে ২৫ মার্চ পর্যন্ত ৫, ২০ ও ৫০ টাকার নতুন নোট বাজারে আসবে। তবে হঠাৎ এই সিদ্ধান্তের ফলে নতুন নোট বিনিময় কার্যক্রম বন্ধ হয়ে গেল।

এপ্রিল-মে মাসে নতুন নকশার নোট বাজারে বাজারে আসার সম্ভাবনা রয়েছে। এবার টাকার নকশা থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি বাদ দেওয়া হচ্ছে। এর পরিবর্তে জুলাই বিপ্লবের গ্রাফিটি সহ বিভিন্ন স্থাপনা নকশায় স্থান পাচ্ছে।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *