চার দশকেরও বেশি সময় পর আবার কোনও ভারতীয় মহাকাশে পা রাখলেন। অ্যাক্সিয়ম-৪ মিশনে অংশ নেওয়া ভারতীয় বায়ুসেনার গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লর মহাকাশযাত্রা যেমন ইতিহাস তৈরি করল, তেমনি মন ছুঁয়ে গেল তাঁর এক আবেগঘন বার্তা। যাত্রার আগে স্ত্রী কামনার উদ্দেশে ইনস্টাগ্রামে একটি হৃদয়স্পর্শী পোস্ট করেন শুভাংশু।
পোস্টে তিনি লেখেন, “২৫ জুন ভোরে আমরা পৃথিবী ছেড়ে বেরিয়ে পড়ব। এই মিশনের সঙ্গে যুক্ত প্রত্যেককে ধন্যবাদ জানাই। তবে বিশেষভাবে ধন্যবাদ দিতে চাই কামনাকে। তুমি যেভাবে সবসময় পাশে থেকেছ, তা না থাকলে এই যাত্রা সম্ভব হত না—আর কোনও কিছুরই মানে থাকত না।”
শুভাংশুর এই বার্তায় মিশে ছিল ভালোবাসা, কৃতজ্ঞতা ও গর্ব। পোস্টের সঙ্গে ছিল তাঁদের পুরনো কিছু ছবি। তাঁর কথায় উঠে আসে, একজন মহাকাশচারী একা মহাকাশে যান না—পেছনে থাকেন অসংখ্য মানুষের অবদান। আর এই যাত্রার সবচেয়ে বড় প্রেরণা তাঁর স্ত্রীই।
শুভাংশু ও কামনা ছোটবেলার বন্ধু, ক্লাস থ্রি থেকেই একসঙ্গে পথ চলা শুরু, পরে জীবনের সঙ্গী হন। বর্তমানে তাঁদের এক পুত্রসন্তানও রয়েছে। শুভাংশুর মা-ও ছেলের এই যাত্রায় কামনার ভূমিকার কথা বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন। অন্যদিকে, কামনার প্রতিক্রিয়া ছিল ছোট্ট—তবে গভীর: “প্রতিদিনই তুমি আমার গর্বের কারণ।”
এই ব্যক্তিগত মুহূর্ত গোটা দেশের কাছে এক আবেগঘন বার্তা হয়ে উঠেছে—যেখানে মহাকাশের থেকেও বড় হয়ে উঠেছে এক ভালোবাসার বন্ধন।