কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীকে রবিবার সন্ধ্যায় দিল্লির সার গঙ্গারাম হাসপাতালে ভর্তি করা হয়েছে। পেটের সমস্যা জনিত কারণে তাঁকে ভর্তি করে গ্যাস্ট্রোএন্টেরোলজি বিভাগে পর্যবেক্ষণে রাখা হয়েছে। হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, তাঁর শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল।জানা গিয়েছে, চলতি মাসে এটাই তাঁর দ্বিতীয় বার হাসপাতালে ভর্তি হওয়া। এর আগে, ৭ জুন, হিমাচলের শিমলার ইন্দিরা গান্ধী মেডিক্যাল কলেজ (IGMC) হাসপাতালে তাঁকে নিয়ে যাওয়া হয়েছিল। সেদিন হঠাৎই রক্তচাপ বেড়ে গিয়েছিল এবং সামান্য অস্বস্তি অনুভব করায় সোনিয়া গান্ধীকে জরুরি ভিত্তিতে স্বাস্থ্য পরীক্ষা করাতে হয়। তবে সেই সময়ও চিকিৎসকরা জানিয়েছিলেন যে তাঁর অবস্থার তেমন উদ্বেগজনক নয়।সোনিয়া গান্ধীর বয়স এখন ৭৮। অতীতেও বেশ কয়েকবার শারীরিক সমস্যার কারণে তাঁকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে। তবে কংগ্রেস সূত্রে জানানো হয়েছে, এখন তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন এবং আশঙ্কার কোনও কারণ নেই।আপনি চাইলে এর সঙ্গে যুক্ত ছবি বা হেলথ বুলেটিনও সংযুক্ত করা যেতে পারে। জানান, প্রয়োজনে তৈরি করে দিচ্ছি।
হাসপাতালে ভর্তি সোনিয়া গান্ধী, পর্যবেক্ষণে চিকিৎসকেরা


