রবিবার আইপিএলে নিজেদের প্রথম ম্যাচ হেলেন মহেন্দ্র সিং ধোনি ও সূর্য কুমার যাদব। এই ম্যাচেই সূর্যকে স্টাম্প আউট করলেন ধনী।
বয়স তার ৪৩ হলেও এমনভাবে স্টাম্প আউট করা তার পক্ষেই সম্ভব। রবিবার ইনিংস শুরুর দিকে পরপর উইকেট হারিয়ে, বেশ চাপে পড়ে যায় মুম্বাই ইন্ডিয়ানস। এরপর অধিনায়ক সূর্য কুমার যাদব তিলক বর্মার সঙ্গে দুটি বেঁধে ম্যাচ ফেরানোর চেষ্টা করেন। বল করছিলেন নূর আহমেদ। সেই সময়ে তৃতীয় বল ব্যাটে লাগাতে পারেননি সূর্য। যে মুহূর্তে তার পা ক্রিজ থেকে বাইরে বেরিয়ে যায় চোখে নিমের তাকে স্টাম্প আউট করে ধোনি।
এরপর আর ঘুরে দাঁড়াতে পারে মুম্বাই। একের পর এক উইকেট হারায় তারা। মুম্বাইয়ের এই দুর্দশার মূল ছিলেন নূর আহমেদ। চার ওভারে তিন উইকেট নিয়েছেন তিনি মাত্র ১৮ রান দিয়ে। তবে ধোনির স্টাম্পিং যে ম্যাচ ঘুরিয়েছে তা বলার অপেক্ষা রাখে না।