
EXCLUSIVE: মমতার মন্দির উদ্বোধনে উপস্থিত সস্ত্রীক দিলীপ? অদূরে সভা শুভেন্দুর। বুধে দিঘায় রাজনীতির জল উত্তাল!
রাষ্ট্রীয় সেবক সংঘ থেকে শুরু। তারপর বিজেপি। এরপর আর দিলীপ ঘোষের জনপ্রিয়তাকে পিছনে ফিরে তাকাতে হয়নি। তিনি মুখ খুললেই খবর। আচমকা একদিন বিয়ে করে ফেললেন। আরএসএস করা ‘বাউন্ডুলে’ দিলীপও নাকি কারও বর। বাড়ির কর্তা। ওনারও গিন্নি আছে। মানে চমকের পর চমক। এবার তো অন্য রকম চমক। একেবারে অন্য ছকে গিয়ে চাল দিয়ে বাজিমাত করার প্ল্যান।বুধবার,…