
দিঘার রথ আসলে কসবা সংস্করণ, রথের দিনে তীব্র আক্রমণ শুভেন্দুর! পুরীর প্রসাদ বিলিয়ে মমতাকে খোঁচা
দিঘা যেন হঠাৎ রথযাত্রার কেন্দ্রবিন্দু! তৃণমূল কংগ্রেসের রাজকীয় আয়োজনে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই হাজির ছিলেন শুক্রবার দীঘার রথ উৎসবে। কিন্তু উৎসবের আবহেই ছুরি চালালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শনিবার দিঘার এক অনুষ্ঠানে তিনি কটাক্ষ করে বলেন, “এটা রথ নয়, এটা কসবার রেপ্লিকা! ওরা ধর্ম নিয়ে নাটক করছে, আমরা আসল ভক্তির পথে হাঁটছি।” এরপর পুরীর জগন্নাথ মন্দির…