“তৃণমূল থাকা পর্যন্ত বাংলায় NRC হবে না”
যতদিন তৃণমূল সরকার থাকবে পশ্চিমবঙ্গ NRC হতে দেবো না। তৃণমূলের মহামিছিল থেকে কোচবিহারে এক বাসিন্দাকে NRC নোটিস ধরানো নিয়ে আসাম সরকারকে তুলোধোনা করলেন রাজ্যের মন্ত্রী গোলাম রব্বানির। শুধু তাই নয় এই বাংলায় ওয়াকফ বিল ও লাগু হতে দেবো না।
শনিবার গোয়ালপোখরের পাঞ্জিপাড়ায় ২১ শে জুলাই কে সামনে রেখে তৃণমূলের মহামিছিল বের করা হয়। মিছিলে পায়ে পা মেলান রাজ্যের মন্ত্রী গোলাম রব্বানি। মিছিল শেষে NRC নিয়ে কেন্দ্রীয় সরকারকে তোপ দাগলেন রাজ্যের মন্ত্রী গোলাম রব্বানি। পশ্চিমবঙ্গের শ্রমিকরা বিজেপি শাসিত রাজ্যে কাজ করতে গিয়ে হেনস্থার স্বীকার হচ্ছে। তাই যতদিন এই বাংলা তৃণমূল সরকার থাকবে ততদিন NRC হবে না দাবি মন্ত্রীর।
যতদিন তৃণমূল সরকার থাকবে পশ্চিমবঙ্গ NRC হতে দেবো না। তৃণমূলের মহামিছিল থেকে কোচবিহারে এক বাসিন্দাকে NRC নোটিস ধরানো নিয়ে আসাম সরকারকে তুলোধোনা করলেন রাজ্যের মন্ত্রী গোলাম রব্বানির। শুধু তাই নয় এই বাংলায় ওয়াকফ বিল ও লাগু হতে দেবো না।
শনিবার গোয়ালপোখরের পাঞ্জিপাড়ায় ২১ শে জুলাই কে সামনে রেখে তৃণমূলের মহামিছিল বের করা হয়। মিছিলে পায়ে পা মেলান রাজ্যের মন্ত্রী গোলাম রব্বানি। মিছিল শেষে NRC নিয়ে কেন্দ্রীয় সরকারকে তোপ দাগলেন রাজ্যের মন্ত্রী গোলাম রব্বানি। পশ্চিমবঙ্গের শ্রমিকরা বিজেপি শাসিত রাজ্যে কাজ করতে গিয়ে হেনস্থার স্বীকার হচ্ছে। তাই যতদিন এই বাংলা তৃণমূল সরকার থাকবে ততদিন NRC হবে না দাবি মন্ত্রীর।